Tuesday, May 26, 2015

গাঙ্গুলীকে ভাবার সময় দিল ভারতীয় বোর্ড

গাঙ্গুলীকে ভাবার সময় দিল ভারতীয় বোর্ড
ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা : সৌরভ গাঙ্গুলির হাতেই কি শেষ পর্যন্ত তুলে দেওয়া হবে ভারতীয় দলের দায়িত্ব? সেটাই মনে হচ্ছে। সৌরভকে সময় নিতে বলছেন অনুরাগ ঠাকুর৷‌ সৌরভকে টিম ডিরেক্টর কিংবা কোচ করার বিষয়টি নিয়ে জোরালো ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের বেশ কয়েকটি সিদ্ধান্তে৷‌


বাংলাদেশের বিরুদ্ধে খেলতে যাওয়ার আগে ৫ জুন কলকাতায় মিলিত হবেন ক্রিকেটাররা৷‌ ৬ জুন ফিটনেস টেস্ট৷‌ পরের দিন ঢাকা পাড়ি দেবে ভারতীয় দল৷‌ শ্রীনিবাসনের জমানায় এর আগে যতবার বাংলাদেশ গেছেন ধোনিরা, হয় মুম্বই অথবা দিল্লি হয়ে ঢাকা উড়ে গেছে৷‌ তার আগে যখনই বাংলাদেশ সফরে গেছে, এই কলকাতাতেই বসত ভারতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প৷‌ দীর্ঘদিন পর আবার কলকাতা হয়ে ঢাকা যাচ্ছে ভারতীয় দল৷‌ তাহলে কি কলকাতাতেই সৌরভের হাতে দায়িত্ব তুলে দিয়ে কোহলিদের ঢাকা পাঠানো হবে?


সৌরভ অবশ্য ঘনিষ্ট মহলে বলেছেন, তাকে এখনও পর্যন্ত কেউ কিছু জানায়নি৷‌ বোর্ড সচিব বলছেন '৬ জুনের মধ্যেই সব কিছু চূড়ান্ত হয়ে যাবে৷‌ টিম ডিরেক্টর ও কোচের নাম জানিয়ে দেব৷‌' সোমবার তাজ বেঙ্গলে আই পি এলের গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে বিকেলে বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়ার বাড়িতে যান অনুরাগ ঠাকুর, রাজীব শুক্লা৷‌ বোর্ডের একটা মহল বাংলাদেশ সফরের জন্য রবি শাস্ত্রীকেই টিম ডিরেক্টর হিসেবে পাঠিয়ে দেওয়ার কথা বলছে৷‌ তারপর জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ শুরুর সময় সৌরভের হাতে দায়িত্ব তুলে দেওয়ার পক্ষে সওয়াল করছে বোর্ডের ওই অংশ৷‌ অনুরাগ ঠাকুর বলেন, 'ভারতীয় ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির প্রচুর অবদান৷‌ ভারতীয় দলের কোচ ও সৌরভ গাঙ্গুলিকে নিয়ে বেশ কিছুদিন ধরে নানা জল্পনা চলছে৷‌ এই বিষয়টা নিয়ে আমাদের কয়েক দিন সময় দিতে হবে৷‌ যাই সিদ্ধান্ত নিই না কেন, ভারতীয় ক্রিকেটের স্বার্থেই করব৷‌ খুব শিগগিরই কোচ ও সাপোর্ট স্টাফ বেছে নেওয়া হবে৷‌' সৌরভ গাঙ্গুলির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'এ ব্যাপারে আমার কোনও ধারণা নেই৷‌' রবি শাস্ত্রী বলেন, 'ভারতীয় দলের টিম ডিরেক্টরের বিষয়টা নিয়ে কোনও কথা হয়নি৷‌' আই পি এল নিয়ে অনুরাগ ঠাকুর বলেন, 'অনেক গুজব উঠেছিল৷‌ আই পি এল দারুণ সাফল্যের সঙ্গে শেষ হয়েছে৷‌ একটা মাত্র রিপোর্ট এসেছিলেন৷‌ এক ক্রিকেটারকে ম্যাচ গড়াপেটা সংক্রান্ত প্রস্তাব দেওয়া হয়েছিল৷‌ সংশ্লিষ্ট ক্রিকেটার তৎক্ষণাৎ দুর্নীতি দমন শাখার কাছে বিষয়টা জানিয়েছিল৷‌ বোর্ড ক্রিকেটারদের এ ব্যাপারে যে সচেতন করেছিল, তা কাজে দিয়েছে৷‌' পরবর্তী আই পি এল নিয়ে বেশ কিছু প্রস্তাব এসেছে বলে জানান রাজীব শুক্লা৷‌


(ঢাকাটাইমস/২৬মে/ডিএইচ)
- See more at: http://www.dhakatimes24.com/2015/05/26/67440/%E0%A6%97%E0%A6%BE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A7%80%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%9F-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1#sthash.ZsOApt8C.dpuf

No comments:

Post a Comment